BREAKING NEWS. সিউড়ির প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে বোমাবাজি , উত্তেজনা প‍্যাটেলনগরে

2nd April 2020 বীরভূম
BREAKING NEWS. সিউড়ির প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে বোমাবাজি , উত্তেজনা প‍্যাটেলনগরে


মহঃ আজহারউদ্দিন ( মহঃবাজার ) : সিউড়ির প্রাক্তণ তৃণমূল বিধায়ক স্বপনকান্তি ঘোষের মহম্মদবাজার থানার প‍্যাটেলনগরের বাড়িতে বোমাবাজি । ভোররাত্রে বাড়ি লক্ষ‍্য করে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ । দুটি বোমার বিস্ফোরণ হলেও একটি অক্ষত অবস্থায় পড়ে থাকে । সকাল থেকেই ঘটনাকে ঘিরে উত্তেজনা এলাকায় । কারা এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে সঠিক কিছু জানা যায়নি । প্রাক্তন বিধায়ক বাড়িতে নেই এসময় । কেয়ারটেকার স্বপন বাগদি জানিয়েছেন , বিকট শব্দ পেয়ে যখন বেড়িয়ে আসি তখন ধোঁয়ায় ভর্তি চারপাশ । খবর দেওয়া হয় মহম্মদবাজার থানার পুলিশকে । তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি ।

ভিডিও লিঙ্ক : 

https://m.facebook.com/story.php?story_fbid=704221753680171&id=219524035483281





Others News

অবৈধ বালি উত্তোলন বন্ধে ড্রোন ক‍্যামেরায় নজরদারি জেলা পুলিশের

অবৈধ বালি উত্তোলন বন্ধে ড্রোন ক‍্যামেরায় নজরদারি জেলা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( বীরভূম ) : মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় বারবার অবৈধ বালি খাদান ও বালি পাচার রোধে কড়া পদক্ষেপ গ্ৰহণের কথা জানিয়েছেন । তবুও রাজ‍্যের নানা জায়গায় একাংশ বালি ও কয়লা মাফিয়া চক্র সক্রিয় । এছাড়াও ওভারলোডিং এর ফলে রাস্তার ক্ষতি হচ্ছে নানা জায়গায় । অবৈধ বালি খাদান বন্ধে এবার ড্রোন ক‍্যামেরার সাহায‍্যে নজরদারি শুরু করলো বীরভূম জেলা পুলিশ । পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন , পুলিশ কর্মীরা যেমন রাস্তায় রাস্তায় নজরদারি চালাচ্ছেন তেমনি বিভিন্ন নদীতেও নজরদারি চালানো হচ্ছে । ড্রোন ক‍্যামেরার মাধ‍্যমে নানা জায়গায় দেখা হয় বালি খাদান কোথাও চলছে কি না । তবে সেরকম কোনো হদিশ পাওয়া যায় নি । গতকাল রাতে দুটি ট্রাক আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার । কোনোভাবেই অবৈধ বালি খাদান চালানো যাবে না বলে মুখ‍্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন তা কার্যকর করতেই কড়া পদক্ষেপ বীরভূম জেলা পুলিশের । তিলপাড়া ব‍্যারেজ সংলগ্ন এলাকায় নজরদারি চালালো মহম্মদবাজার থানার পুলিশ । অনান‍্য এলাকাতেও নজরদারি চলবে বলে জানা গেছে ।